অধিদপ্তরের অজুহাত করোনা প্রার্থীরা পরীক্ষার অপেক্ষায়
করোনা কমেছে, স্কুলও খুলেছে। কিন্তু আটকে আছে সাড়ে ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষা। এই পরীক্ষার অপেক্ষায় দিন পার করছেন ১৩ লক্ষাধিক প্রার্থী। আর কর্তৃপক্ষ বলছে, করোনা পরিস্থিতির জন্য এই পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না।