পাহাড়ে শান্তির জন্য সবাইকে ধৈর্যশীল ও আন্তরিক হতে হবে: পার্বত্য মন্ত্রী
পাহাড়ে শান্তির জন্য সবাইকে ধৈর্যশীল ও আন্তরিক হতে হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং। আজ শনিবার সকালে বান্দরবান শহরের নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।