২২ লাখের সেট
‘গলুই’ ছবির দৃশ্যে শাকিব খান। জামালপুরের বিভিন্ন লোকেশনে বর্তমানে ছবিটির শুটিং চলছে। এস এ হক অলিক পরিচালনায় সেখানে পহেলা বৈশাখের একটি গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন শাকিব খান, পূজা চেরি, আজিজুল হাকিম, আলীরাজসহ অনেক অভিনেতা। নির্মাতা জানিয়েছেন, ২২ লাখ টাকা খরচ করে সেট বানানো হয়েছে বিশেষ এ গানটির জন্য।