শাকিব খানের ছবিতে গান গাইলেন বলিউডের গায়ক জুবিন নটিয়াল। এটি থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব অভিনীত নতুন ছবি ‘অন্তরাত্মা’র টাইটেল গান হিসেবে। গানের শিরোনাম ‘অন্তরাত্মা’। গানটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দিচ্ছেন জুবিন। তাঁর গাওয়া ‘লুট গায়ে’, ‘হামনাভা’, ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ কিংবা ‘রাতা লাম্বিয়া’ গানগুলো পেয়েছে তুমুল জনপ্রিয়তা। জানা গেছে, সম্প্রতি ‘অন্তরাত্মা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। তবে গাওয়ার আগে তার দাবি ছিল, গানের কথা ও মিউজিক পছন্দসই হতে হবে। সেই শর্ত মাথায় রেখে গানের কথা ও মিউজিক সাজান জীবন-ইন্দ্রদীপ।
গানে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন বলেন, ‘‘বাংলাদেশের ছবির গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।”
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের জন্য এর আগে একাধিক গান লিখেছি। তবে জুবিন নটিয়ালের জন্য প্রথম লিখলাম। তিনি এই সময়ের ভীষণ জনপ্রিয় একজন গায়ক। তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তিনি যেভাবে গানটি গেয়েছেন, আমার বিশ্বাস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
জীবনের কথায় এর আগে ভারতের মিতালী মুখার্জি, জুবিন গার্গ, মোহাম্মদ ইরফান, আকৃতি কাক্কার, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, শুভমিতা, আকাশ সেনসহ বেশ কয়েকজন শিল্পী গান গেয়েছেন।
‘অন্তরাত্মা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন।
শাকিব খানের ছবিতে গান গাইলেন বলিউডের গায়ক জুবিন নটিয়াল। এটি থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব অভিনীত নতুন ছবি ‘অন্তরাত্মা’র টাইটেল গান হিসেবে। গানের শিরোনাম ‘অন্তরাত্মা’। গানটি লিখেছেন বাংলাদেশের জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ভারতের ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বলিউডে একের পর এক সুপারহিট গান উপহার দিচ্ছেন জুবিন। তাঁর গাওয়া ‘লুট গায়ে’, ‘হামনাভা’, ‘তুঝে কিতনা চাহে অউর হাম’ কিংবা ‘রাতা লাম্বিয়া’ গানগুলো পেয়েছে তুমুল জনপ্রিয়তা। জানা গেছে, সম্প্রতি ‘অন্তরাত্মা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জুবিন। তবে গাওয়ার আগে তার দাবি ছিল, গানের কথা ও মিউজিক পছন্দসই হতে হবে। সেই শর্ত মাথায় রেখে গানের কথা ও মিউজিক সাজান জীবন-ইন্দ্রদীপ।
গানে কণ্ঠ দেওয়ার পর এক ভিডিও বার্তায় জুবিন বলেন, ‘‘বাংলাদেশের ছবির গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর একটি গান করলাম। ‘অন্তরাত্মা’ সিনেমার টিমের জন্য শুভকামনা।”
গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘ভারতের জনপ্রিয় সংগীতশিল্পীদের জন্য এর আগে একাধিক গান লিখেছি। তবে জুবিন নটিয়ালের জন্য প্রথম লিখলাম। তিনি এই সময়ের ভীষণ জনপ্রিয় একজন গায়ক। তাঁর সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। তিনি যেভাবে গানটি গেয়েছেন, আমার বিশ্বাস শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’
জীবনের কথায় এর আগে ভারতের মিতালী মুখার্জি, জুবিন গার্গ, মোহাম্মদ ইরফান, আকৃতি কাক্কার, রূপম ইসলাম, রূপঙ্কর বাগচী, শুভমিতা, আকাশ সেনসহ বেশ কয়েকজন শিল্পী গান গেয়েছেন।
‘অন্তরাত্মা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার দর্শনা বণিক। ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ছবিটি প্রযোজনা করেছেন সোহানী হোসেন।
নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন ফেসবুকে নিজের একটি লেখা শেয়ার করেছেন। তাঁর অনুমতি সাপেক্ষে আজকের পত্রিকার পাঠকদের জন্য সেই লেখা হুবহু প্রকাশ করা হলো
১০ ঘণ্টা আগেজাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত ১৯তম ইন্টারন্যাশনাল ইয়ুথ ফর হিউম্যান রাইটস সামিটে বক্তা হিসেবে অংশ নিয়েছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। প্রথম বাংলাদেশি সংগীতশিল্পী হিসেবে এই সম্মেলনে বক্তব্য দেওয়ার গৌরব অর্জন করলেন তিনি।
১০ ঘণ্টা আগেগত বছর টরন্টো উৎসবে প্রিমিয়ার হয় মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ সিনেমার। এর পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরছে সিনেমাটি। ১০টির বেশি উৎসবে প্রদর্শিত হওয়া সাবা এবার জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়ার ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন চলচ্চিত্র উৎসবে। একই উৎসবে প্রদর্শিত হবে নুহাশ হুমায়ূনের...
১ দিন আগেবাংলাদেশ টেলিভিশনে প্রচারের লক্ষ্যে জুলাই গণ-আন্দোলনের এক বছর পূর্তিতে বাংলাদেশ নিয়ে নতুন গান বাঁধলেন সংগীত পরিচালক ও সুরকার ফোয়াদ নাসের বাবু। ‘জাগো বাংলাদেশ নতুন সূর্য হাসে’ শিরোনামের গানটি লিখেছেন মুশফিক ফজল আনসারী। গানটি গেয়েছেন একঝাঁক নবীন শিল্পী।
১ দিন আগে