এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
নতুন গান প্রকাশ করল ব্যান্ড মেঘদল। শিরোনাম ‘গোলাপের নাম’। এটি মেঘদলের নতুন অ্যালবাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’র ৭ম গান। গানটি লিখেছেন ও সুর করেছেন শিবু কুমার শীল। ভিডিও নির্মাণ করেছেন সৌরভ সরকার।
১২ ঘণ্টা আগেএত দিনে ২০২৩ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের ঘরে থাকার কথা ছিল। তবে বাস্তবতা হলো, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সময়মতো আসেনি জাতীয় পুরস্কারের ঘোষণা, আয়োজন করা যায়নি অনুষ্ঠানের। শোনা যাচ্ছে, আগামী মাসেই ২০২৩ সালের বিজয়ীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হবে। গত আগস্টের আগেও সবার...
১২ ঘণ্টা আগেসংস্কৃতি খাতে জাতীয় বাজেটে ন্যূনতম ১ শতাংশ বরাদ্দের দাবি করেছেন সংস্কৃতিকর্মীরা। তাঁরা বলছেন, বিগত এক যুগে জাতীয় বাজেটের আকার বাড়লেও উল্লেখযোগ্য হারে বাড়েনি সংস্কৃতি খাতের বরাদ্দ। গত এক দশকে বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি...
১২ ঘণ্টা আগেবিশ্বের কাছে নতুন বিস্ময় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। এআই প্রযুক্তি ব্যবহার করে নানা কণ্ঠের মিথস্ক্রিয়ায় নতুন গান তৈরি হচ্ছে দেদার। সেলিব্রিটিদের কণ্ঠ নকল করে ইউটিউব ও টিকটকে এসব মিউজিক ছাড়া হচ্ছে। তবে অনেক সংগীতশিল্পী এই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে বিরক্ত। রীতিমতো অস্তিত্ব সংকটে...
১২ ঘণ্টা আগে