এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
এ বছর যুক্তরাষ্ট্রে বসবে ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এর ১৬তম আসর। ১৪ নভেম্বর নিউইয়র্কে আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের। অনুষ্ঠানে অংশ নিতে নিউইয়র্ক যাচ্ছেন একঝাঁক তারকা। আজ ঢাকা ছাড়বেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সকাল সাড়ে ৭টার ফ্লাইটে রওনা হওয়ার কথা তাঁর।
এ প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, মূলত চ্যানেল আইয়ের অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতেই যুক্তরাষ্ট্র যাচ্ছি। অনুষ্ঠান শেষে একটু ঘুরে বেড়ানোর ইচ্ছে আছে।
শাকিব ছাড়াও অনুষ্ঠানে অংশ নেবেন সংগীত ও সিনেমার একঝাঁক তারকা শিল্পী। থাকবেন রথীন্দ্রনাথ রায়, ইমন সাহাসহ যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা প্রবাসী শিল্পীরা। শাকিব খান ছাড়াও দেশ থেকে আরও অংশ নেওয়ার কথা রয়েছে খুরশীদ আলম, ববিতা, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, কোনাল প্রমুখের।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এবারের স্লোগান ‘স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের গান’। স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের সংগীতে অবদান রেখেছেন এমন ৫০ জন গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হবে বিশেষ সম্মাননা।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘৫০ জন শিল্পীর পাশাপাশি একজনকে আজীবন সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে যাঁরা থাকতে পারবেন না, তাঁদের নিয়ে ডিসেম্বর মাসে ঢাকায় আরেকটি আয়োজন করা হবে।’
এবারের আয়োজনটি বাংলাদেশ থেকে সহযোগিতা করছে ঐক্যডটকমডটবিডি। নিউইয়র্ক থেকে সহযোগিতা করবে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
আগামী ১ জানুয়ারি পূর্ণ আয়োজনটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে ২১ জুলাই রাতে বাসায় ফিরেছেন শিল্পী ফরিদা পারভীন। খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে জাফর ইমাম নোমানী।
১১ ঘণ্টা আগেআজ প্রকাশ পেয়েছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। এতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে নতুন চরিত্র ভারাংকে। ফায়ার অ্যান্ড অ্যাশে তাকে দেখা যাবে ভিলেন হিসেবে। এ সিনেমার সবচেয়ে আকর্ষণীয় সংযোজন বলা হচ্ছে এ চরিত্রকে।
১১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন এশিয়ান প্রজেক্ট মার্কেট। বিভিন্ন দেশের নামীদামি প্রযোজক, সহপ্রযোজক ও পরিবেশকদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেয় এই বাজার। মেলে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা।
২১ ঘণ্টা আগেকোনো তারকা নেই। নায়ক-নায়িকা একেবারেই নতুন মুখ। তবু ইতিহাস গড়ল ‘সাইয়ারা’। মুক্তির আগেই সাড়ে ১২ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছিল। ১৮ জুলাই মুক্তি পাওয়ার পর একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে মোহিত সুরি পরিচালিত সিনেমাটি।
২১ ঘণ্টা আগে