ব্যস্ত সময় পার করছেন লোহাগড়ার ছাতার কারিগরেরা
অন্য সময়ের তুলনায় বর্ষায় ছাতার ব্যবহার বেড়ে যায়। তাই অন্যান্য সময়ের তুলনায় ছাতা কারিগরদের ব্যস্ততা বেড়ে যায়। বৃষ্টির কারণে লোহাগড়া উপজেলার লোহাগড়া বাজার, লক্ষীপাশা বাজার, এডেন্দা বাজার, মানিকগঞ্জ বাজার, লাহুড়িয়া বাজার, শিয়রবর বাজার, দিঘলিয়া বাজার, নলদী বাজার, ইতনা বাজারসহ বিভিন্ন হাটবাজারে নষ্ট ছাতা