ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, আহত ১০
লালমনিরহাটের হাতীবান্ধায় ঠিকাদারি কাজ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, দোয়ানীতে সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের কাছে বিদ্যুতের অত্যাধুনিক খুঁটি নির্মাণের কাজ চলছে।