জোড়াতালির মেরামতে বেঁকে যাচ্ছে রেললাইন
রেলপথের স্লিপারে নাট-বল্টু নেই। কোনো কোনো স্থানে নাট-বল্টু থাকলেও ক্লিপ নেই। ক্লিপের পরিবর্তে সুতা পেঁচিয়ে রাখা হয়েছে বল্টুতে, যাতে নাট খুলে না পড়ে। আবার কিছু জায়গায় চুরি হয়ে গেছে ফিশপ্লেট, নষ্ট হয়ে গেছে স্লিপারের পুরোনো কাঠ। সিলেট-আখাউড়া রেলপথের শ্রীমঙ্গল থেকে কুলাউড়া পর্যন্ত কিছুদূর পরপর এমন বেহাল