পশ্চিম রেলে কাটছে ইঞ্জিন সংকট
অবশেষে ইঞ্জিন সংকট কাটতে যাচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলে। পশ্চিম রেলের বহরে যুক্ত হচ্ছে একেবারেই নতুন লোকোমোটিভ (ইঞ্জিন)। এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১৬টি ইঞ্জিন এসে পৌঁছেছে, যার মধ্যে সাতটি বুঝে পেয়েছে পশ্চিম রেল কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে ৪০টি ব্রডগেজ ইঞ্জিন আসবে পশ্চিমে।