রিয়ালের মতো জার্মানিতে বিদায় রাঙাতে পারলেন না ক্রুস
লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—চলতি বছরে রিয়াল মাদ্রিদের হয়ে শেষটা টনি ক্রুসের হয়েছে মনে রাখার মতো। বিপরীতে জার্মানির হয়ে বিদায়টা রঙিন হলো না ক্রুসের। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায়ঘণ্টা বেজে গেছে জার্মানদের।