Ajker Patrika

ব্যালন ডি’অরের মনোনয়ন না পেয়ে ‘মন খারাপ’ রদ্রিগোর

ব্যালন ডি’অরের মনোনয়ন না পেয়ে ‘মন খারাপ’ রদ্রিগোর

একদিন আগে ব্রাজিলকে জেতালেন রদ্রিগো। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই তরুণ ফরোয়ার্ডের। তারপরও ব্যালন ডি’অরের মনোনয়ন পাওয়া ৩০ জনের তালিকায় সুযোগ হয়নি রদ্রিগোর।

তালিকায় নিজের নাম প্রত্যাশা করেছিলেন, তবে জায়গা না পেয়ে বেশ হতাশ রদ্রিগো। এক সংবাদমাধ্যমকে ব্রাজিলিয়ান তারকা ফুটবলার বলেছেন, ‘ব্যালন ডি’অরের মনোনয়নে নাম না দেখে আমি অবাক হয়েছিলাম। মনে হয় তালিকায় থাকা আমার প্রাপ্য ছিল। যারা তালিকায় আছে তাদের বিব্রত করতে চাইনি। ব্যাপারটা বিস্ময়কর। কিন্তু কিছু করার নেই। সিদ্ধান্ত আমি নিই না।’

রদ্রিগো সুযোগ না পেলেও জায়গা করে নিয়েছেন রিয়ালের তাঁর ৬ সতীর্থ-ভিনিসিয়ুস জুনিয়র, জুডে বেলিংহাম, অবসরে যাওয়া টনি ক্রুস, দানি কারভাহাল, পিএসজিতে থেকে রিয়ালে যোগ দেওয়া কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দে।

আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি’অরজয়ীর নাম ঘোষণা হবে। তবে সংক্ষিপ্ত তালিকায় রদ্রিগো না থাকা, মানতে পারছেন না ব্রাজিলের আরেক তারকা ফুটবলার নেইমার জুনিয়ার। তালিকায় বাকি যারা আছেন তাদের কারও কারও চেয়ে রদ্রিগোর পারফরম্যান্স ভালো দাবি করলেন নেইমার।

ব্যালন ডি’অরের বাছাইয়ে রদ্রিগোকে সেরা পাঁচে রেখেছেন নেইমার। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনস্টাগ্রামে এ ব্রাজিলিয়ান এক পোস্টে লিখেছেন, ‘বিশ্বে ন্যূনতম সেরা পাঁচে।’

গত মৌসুমে লা লিগায় ১০ ও চ্যাম্পিয়নস লিগে পাঁচটি গোল করেছেন রদ্রিগো। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রিগো রিয়ালের হয়ে জেতা ট্রফিগুলোর একটি ছবি পোস্ট রেখেছেন, সঙ্গে জুড়ে দিয়েছেন একটি হাসির ইমোজি। ধারণা করা হচ্ছে, ব্যালন ডি’অরের মনোনয়ন নিয়ে কিছুটা রসিকতাই করলেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত