যুক্তরাষ্ট্রের মাঠে ‘এল ক্লাসিকো’তে জেতা যেন দারুণ এক অভ্যাসে পরিণত করেছে বার্সেলোনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে সংখ্যাটা ‘চারে চার’ করল বার্সা।
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচটা ছিল নতুন মৌসুম শুরুর আগে ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ। ম্যাচে লড়াইটা হয়েছে সমানে সমানে। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। বার্সার লক্ষ্য বরাবর ৩ শট নেয় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ৪৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৬ শট। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ জিতে যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকোর চার ম্যাচের চারটিতেই জিতল বার্সা।
তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে গত রাতে একাদশ সাজিয়েছে রিয়াল। থিবো কোর্তোয়া, লুকা মদরিচ, এদের মিলিতাওদের মতো অভিজ্ঞরা ছিলেন। তরুণদের মধ্যে ছিলেন আর্দা গুলার এবং এনদ্রিক। বার্সার অভিজ্ঞদের মধ্যে ছিলেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন, আন্দ্রেস ক্রিস্টিয়েনসেন ও রবার্ট লেভানডফস্কি।
ম্যাচের প্রথম থেকেই রিয়ালের রক্ষণভাগ কাঁপানো শুরু করে বার্সেলোনা। ৭ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। পাবলো তোরের ক্রস থেকে হেড দেন পাউ ভিক্টর। তবে ভিক্টরের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোল না পেলেও লাগাতার চাপ তৈরি করতে থাকে বার্সা। ৪২ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন বার্সা ফরোয়ার্ড ভিক্টর। অ্যালেক্স ভ্যালের ক্রসে বল পেয়ে বক্সে শট নেন লেভানডফস্কি। লেভার অ্যাসিস্ট থেকে হেডে এবার ঠিকই বল জালে জড়াতে পেরেছেন ভিক্টর।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করার পর বার্সেলোনা দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে। ৫৪ মিনিটে ভ্যালের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিক্টর। ৮২ মিনিটে এসে গোলের দেখা পায় রিয়াল। আর্দা গুলারের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকো পাজ। কার্লো আনচেলত্তির শিষ্যরা পরবর্তীতে আর সমতায় ফিরতে পারেননি।
যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম এল ক্লাসিকো হয়েছিল ২০১৭ সালে। মায়ামিতে সেই ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। পাঁচ বছর পর লাস ভেগাসে ২০২২ সালে বার্সা জেতে ১-০ গোলে। ডালাসে গত বছর রিয়াল রীতিমতো উড়ে গিয়েছিল বার্সার কাছে। বার্সা পেয়েছিল ৩-০ গোলের জয়।
যুক্তরাষ্ট্রের মাঠে ‘এল ক্লাসিকো’তে জেতা যেন দারুণ এক অভ্যাসে পরিণত করেছে বার্সেলোনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে সংখ্যাটা ‘চারে চার’ করল বার্সা।
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচটা ছিল নতুন মৌসুম শুরুর আগে ক্লাব ফুটবলের প্রীতি ম্যাচ। ম্যাচে লড়াইটা হয়েছে সমানে সমানে। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল রিয়াল মাদ্রিদ। বার্সার লক্ষ্য বরাবর ৩ শট নেয় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে ৪৯ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা নেয় ৬ শট। মৌসুম শুরুর আগে প্রীতি ম্যাচ জিতে যুক্তরাষ্ট্রে এল ক্লাসিকোর চার ম্যাচের চারটিতেই জিতল বার্সা।
তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের মিশেলে গত রাতে একাদশ সাজিয়েছে রিয়াল। থিবো কোর্তোয়া, লুকা মদরিচ, এদের মিলিতাওদের মতো অভিজ্ঞরা ছিলেন। তরুণদের মধ্যে ছিলেন আর্দা গুলার এবং এনদ্রিক। বার্সার অভিজ্ঞদের মধ্যে ছিলেন গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন, আন্দ্রেস ক্রিস্টিয়েনসেন ও রবার্ট লেভানডফস্কি।
ম্যাচের প্রথম থেকেই রিয়ালের রক্ষণভাগ কাঁপানো শুরু করে বার্সেলোনা। ৭ মিনিটে এগিয়ে যেতে পারত বার্সা। পাবলো তোরের ক্রস থেকে হেড দেন পাউ ভিক্টর। তবে ভিক্টরের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া। গোল না পেলেও লাগাতার চাপ তৈরি করতে থাকে বার্সা। ৪২ মিনিটে ম্যাচে গোলমুখ খোলেন বার্সা ফরোয়ার্ড ভিক্টর। অ্যালেক্স ভ্যালের ক্রসে বল পেয়ে বক্সে শট নেন লেভানডফস্কি। লেভার অ্যাসিস্ট থেকে হেডে এবার ঠিকই বল জালে জড়াতে পেরেছেন ভিক্টর।
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করার পর বার্সেলোনা দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে। ৫৪ মিনিটে ভ্যালের অ্যাসিস্টে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভিক্টর। ৮২ মিনিটে এসে গোলের দেখা পায় রিয়াল। আর্দা গুলারের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন নিকো পাজ। কার্লো আনচেলত্তির শিষ্যরা পরবর্তীতে আর সমতায় ফিরতে পারেননি।
যুক্তরাষ্ট্রের মাঠে প্রথম এল ক্লাসিকো হয়েছিল ২০১৭ সালে। মায়ামিতে সেই ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলে হারিয়েছিল রিয়াল মাদ্রিদকে। পাঁচ বছর পর লাস ভেগাসে ২০২২ সালে বার্সা জেতে ১-০ গোলে। ডালাসে গত বছর রিয়াল রীতিমতো উড়ে গিয়েছিল বার্সার কাছে। বার্সা পেয়েছিল ৩-০ গোলের জয়।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৪ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
৩০ মিনিট আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১২ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১২ ঘণ্টা আগে