‘চীনা অস্ত্র থাকলে ইরানের এত ক্ষয়ক্ষতি হতো না’
চীনের কাছ থেকে অস্ত্র না কিনে বড় ভুল করেছে ইরান—এমন দাবি করছেন চীনা সমরবিদেরা। তাঁদের ভাষ্য, ইরান যদি রাশিয়ার বদলে চীনের অস্ত্র ব্যবহার করত, তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না, এমনকি ইরানের আকাশও নিয়ন্ত্রণে নিতে পারত না ইসরায়েল। মার্কিন সাপ্তাহিক নিউজ উইক এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।