ইউক্রেনের দনবাসে দুই মার্কিন নাগরিক নিহত
পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সম্প্রতি দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কীভাবে ওই দুই নাগরিকের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।