Ajker Patrika

ইউক্রেনের দনবাসে দুই মার্কিন নাগরিক নিহত

আপডেট : ২৪ জুলাই ২০২২, ১১: ১৪
ইউক্রেনের দনবাসে দুই মার্কিন নাগরিক নিহত

পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে সম্প্রতি দুই মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কীভাবে ওই দুই নাগরিকের মৃত্যু হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

মুখপাত্র বলেছেন, মার্কিন প্রশাসন নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং দূতাবাস থেকে যত রকমের সহায়তা করা সম্ভব তা করা হচ্ছে।

এর আগে মার্কিন গণমাধ্যম সিএনএনের এক প্রতিবেদককে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নেই।’

প্রায় পাঁচ মাস ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। যদিও রাশিয়া এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ নাম দিয়েছে। অন্যদিকে ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো বলছে, রাশিয়া বিনা প্ররোচনায় ইউক্রেনে যুদ্ধ শুরু করেছে।

কয়েকটি মার্কিন গণমাধ্যম জানিয়েছে, বেশ কিছু মার্কিন নাগরিক ইউক্রেনের বাহিনীকে সহায়তা করতে স্বেচ্ছায় যুদ্ধ করতে গেছেন। যুদ্ধ করতে গিয়ে গত মে মাসে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

সম্প্রতি দনবাসে নিহত দুই মার্কিন নাগরিকও স্বেচ্ছায় যুদ্ধ করতে ইউক্রেনে গিয়েছিলেন কি না, সে ব্যাপারে কিছু জানায়নি মার্কিন প্রশাসন। নিহতের বিস্তারিত পরিচয়ও জানায়নি।

এদিকে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত চারজন মার্কিন নাগরিক নিহত হলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত