এক ইউনিয়নেই ১১ ইটভাটা, কৃষি জমি সব পুকুরে পরিণত
এক সময় চাষের জমি থাকলেও এখন তা দেখে বোঝার কোনো উপায় নেই। বড় বড় গর্ত, কোনো কোনোটির আকার পুকুরের মতো। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের বিস্তৃত অঞ্চলজুড়ে এ দৃশ্যই চোখে পড়বে। কারণ, ইটভাটা। এই এক ইউনিয়নেই রয়েছে ১১টি ইটভাটা।