পিচোলা হ্রদের শান্ত জলে নির্মল ‘উদয়পুর লেক প্যালেস’
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও রাজনীতিক রাঘব–পরিণীতির বিয়ের মাধ্যমে আবারও আলোচনায় উদয়পুর লেক প্যালেস। বিরাট–আনুশকা, ভিকি–ক্যাটরিনা থেকে সর্বশেষ রাঘব–পরিণীতির বিয়ের আসর, আভিজাত্যের অলংকার হিসেবে সামনে এসেছে বিলাসবহুল প্রাসাদটি।