অনলাইন ডেস্ক
ভারতের রাজস্থানের অনুপগড় জেলায় গিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি এক তরুণী। সেখানকারই রোশান নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। দাবি করছেন, রোশানের সঙ্গে ফেসবুকে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
বুধবার ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাবিবা নামে বাংলাদেশি ওই তরুণী কলকাতা ও নয়া দিল্লি হয়ে রাজস্থানের অনুপগড় জেলার রাওলা নামে এলাকায় পৌঁছান। বর্তমানে তিনি কথিত প্রেমিক রোশানের বাড়িতেই অবস্থান করছেন।
রোশানের মা জানিয়েছেন, দুই দিন আগেই হাবিবা তাঁদের বাড়িতে গিয়ে উপস্থিত হন। কিন্তু হাবিবা ওরফে হানিকে তিনি মেনে নিতে রাজি নন। কারণ দুই বছর আগেই তাঁর ছেলের বিয়ে হয়ে গেছে এবং সাত মাস বয়সী তাঁর একটি সন্তানও আছে।
রোশনের বাড়িতে হাবিবার অবস্থান নেওয়ার বিষয়টি এক প্রতিবেশী নজরে আনেন পুলিশের। পরে রাওলা থানার পুলিশ হাবিবা ও রোশানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে।
তদন্তকালে হাবিবা জানান, তিনি বাংলাদেশ থেকে প্রথমে কলকাতায় পরে দিল্লি হয়ে রাজস্থানে পৌঁছান।
এদিকে রওশনের বোন জানিয়েছেন, হাবিবা টুরিস্ট ভিসা নিয়ে ভারতে পা রাখেন। হাবিবাকে বাংলাদেশে ফিরে যেতে বললেও তিনি রোশানদের বাড়িতে থাকার বিষয়ে অনড় থাকেন।
হাবিবা দাবি করেন, ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি রোশানের বাড়িতেই অবস্থান করবেন।
রওশনের বোনের ভাষ্যমতে, হাবিবা জানিয়েছেন—বাংলাদেশে ফিরে গেলে তিনি অপমানিত হবেন।
এ অবস্থায় হাবিবাকে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রশাসন ও গণমাধ্যমের সহায়তা চেয়েছেন রোশানের মা।
এ বিষয়ে রাওলা থানার ওসি রমেশ কুমার জানান, হাবিবার একটি টুরিস্ট ভিসা রয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। তবে হাবিবার ভারতে প্রবেশের ক্ষেত্রে কোনো গুপ্তচরবৃত্তির সংযোগ আছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভারতের রাজস্থানের অনুপগড় জেলায় গিয়ে হাজির হয়েছেন বাংলাদেশি এক তরুণী। সেখানকারই রোশান নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নিয়েছেন। দাবি করছেন, রোশানের সঙ্গে ফেসবুকে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।
বুধবার ইটিভি ভারতের এক প্রতিবেদনে বলা হয়েছে, হাবিবা নামে বাংলাদেশি ওই তরুণী কলকাতা ও নয়া দিল্লি হয়ে রাজস্থানের অনুপগড় জেলার রাওলা নামে এলাকায় পৌঁছান। বর্তমানে তিনি কথিত প্রেমিক রোশানের বাড়িতেই অবস্থান করছেন।
রোশানের মা জানিয়েছেন, দুই দিন আগেই হাবিবা তাঁদের বাড়িতে গিয়ে উপস্থিত হন। কিন্তু হাবিবা ওরফে হানিকে তিনি মেনে নিতে রাজি নন। কারণ দুই বছর আগেই তাঁর ছেলের বিয়ে হয়ে গেছে এবং সাত মাস বয়সী তাঁর একটি সন্তানও আছে।
রোশনের বাড়িতে হাবিবার অবস্থান নেওয়ার বিষয়টি এক প্রতিবেশী নজরে আনেন পুলিশের। পরে রাওলা থানার পুলিশ হাবিবা ও রোশানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে।
তদন্তকালে হাবিবা জানান, তিনি বাংলাদেশ থেকে প্রথমে কলকাতায় পরে দিল্লি হয়ে রাজস্থানে পৌঁছান।
এদিকে রওশনের বোন জানিয়েছেন, হাবিবা টুরিস্ট ভিসা নিয়ে ভারতে পা রাখেন। হাবিবাকে বাংলাদেশে ফিরে যেতে বললেও তিনি রোশানদের বাড়িতে থাকার বিষয়ে অনড় থাকেন।
হাবিবা দাবি করেন, ভিসার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত তিনি রোশানের বাড়িতেই অবস্থান করবেন।
রওশনের বোনের ভাষ্যমতে, হাবিবা জানিয়েছেন—বাংলাদেশে ফিরে গেলে তিনি অপমানিত হবেন।
এ অবস্থায় হাবিবাকে বাংলাদেশে ফেরত পাঠাতে প্রশাসন ও গণমাধ্যমের সহায়তা চেয়েছেন রোশানের মা।
এ বিষয়ে রাওলা থানার ওসি রমেশ কুমার জানান, হাবিবার একটি টুরিস্ট ভিসা রয়েছে। এ ছাড়া তাঁর কাছ থেকে বাংলাদেশি মুদ্রাও উদ্ধার করা হয়েছে। তবে হাবিবার ভারতে প্রবেশের ক্ষেত্রে কোনো গুপ্তচরবৃত্তির সংযোগ আছে কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে