কলকাতা প্রতিনিধি
ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা ও দিল্লি করপোরেশন নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে হতাশ ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস। তবে তাদের দাবি, জরিপের ফল মিলবে না। কংগ্রেস বেকায়দায় থাকলেও বিজেপির দাবি জরিপকে ভুল প্রমাণ করে আরও ভালো দলটি।
গুজরাট ও হিমাচলের পাশাপাশি দিল্লি করপোরেশনেও পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটতে যাচ্ছে বলে দাবি বিজেপির। দিল্লিতে ঝাড়ুকে (আম আদমি পার্টির প্রতীক) মানুষ ঝাড়ু মেরেই বিদায় দেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, সমস্ত জরিপকে ভুল প্রমাণ করে আম আদমি পার্টি আরও বেশি শক্তি নিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করবে।
আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে গতকাল সোমবার রাতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বুথথেরত জরিপের ফলাফল। তাতে দেখা যাচ্ছে গুজরাটে বিজেপিই এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়। তবে বিরোধী ভোট কাটাকুটি না হলে লড়াই হতো হাড্ডাহাড্ডি।
গুজরাটে বিজেপির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মিললেও হিমাচলে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে দিল্লি করপোরেশনে একতরফাভাবে জিততে যাচ্ছে আম আদমি পার্টি।
বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলে দাবি করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভির কটাক্ষ, ‘আমি স্বীকার করি, বিজেপির একটা ওজন আছে। তাদের দলে অর্থশক্তি খুবই দৃশ্যমান।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতে, নতুন দল হিসেবে গুজরাট ও হিমাচলে ভালোই ফল করবে তাঁরা। তবে বিজেপির দাবি, দিল্লি করপোরেশন নির্বাচনে জরিপ মিলবে না। তবে দিল্লির ফল বুধবারই জানা যাবে, বৃহস্পতিবার জানা যাবে গুজরাট ও হিমাচল।
ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা ও দিল্লি করপোরেশন নির্বাচনের বুথ ফেরত জরিপ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফলাফলে হতাশ ভারতের সবচেয়ে প্রাচীন দল কংগ্রেস। তবে তাদের দাবি, জরিপের ফল মিলবে না। কংগ্রেস বেকায়দায় থাকলেও বিজেপির দাবি জরিপকে ভুল প্রমাণ করে আরও ভালো দলটি।
গুজরাট ও হিমাচলের পাশাপাশি দিল্লি করপোরেশনেও পদ্ম (বিজেপির নির্বাচনী প্রতীক) ফুটতে যাচ্ছে বলে দাবি বিজেপির। দিল্লিতে ঝাড়ুকে (আম আদমি পার্টির প্রতীক) মানুষ ঝাড়ু মেরেই বিদায় দেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতা ও সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দাবি, সমস্ত জরিপকে ভুল প্রমাণ করে আম আদমি পার্টি আরও বেশি শক্তি নিয়ে নিজেদের ক্ষমতা প্রমাণ করবে।
আগামী বৃহস্পতিবার গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তার আগে গতকাল সোমবার রাতেই প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের বুথথেরত জরিপের ফলাফল। তাতে দেখা যাচ্ছে গুজরাটে বিজেপিই এগিয়ে। দ্বিতীয় স্থানে কংগ্রেস এবং আম আদমি পার্টি তৃতীয়। তবে বিরোধী ভোট কাটাকুটি না হলে লড়াই হতো হাড্ডাহাড্ডি।
গুজরাটে বিজেপির একচ্ছত্র আধিপত্যের ইঙ্গিত মিললেও হিমাচলে রয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। তবে দিল্লি করপোরেশনে একতরফাভাবে জিততে যাচ্ছে আম আদমি পার্টি।
বুথ ফেরত সমীক্ষা মিলবে না বলে দাবি করে কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙভির কটাক্ষ, ‘আমি স্বীকার করি, বিজেপির একটা ওজন আছে। তাদের দলে অর্থশক্তি খুবই দৃশ্যমান।’ আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের মতে, নতুন দল হিসেবে গুজরাট ও হিমাচলে ভালোই ফল করবে তাঁরা। তবে বিজেপির দাবি, দিল্লি করপোরেশন নির্বাচনে জরিপ মিলবে না। তবে দিল্লির ফল বুধবারই জানা যাবে, বৃহস্পতিবার জানা যাবে গুজরাট ও হিমাচল।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৭ ঘণ্টা আগে