‘এমপ্লয়িজ লীগ’ জামায়াত সমর্থকদের সংগঠন, বুঝলেন না যুবদলের নেতা-কর্মীরা
ভিডিওতে আরও দেখা যায়, বিজয় দিবস উপলক্ষে ব্যানারটি স্টেশনে টানানো হয়েছিল। সেটি নামিয়ে ফেলা হলে স্টেশনমাস্টার ময়েন উদ্দিন যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলসহ নেতা-কর্মীদের বলছেন, ‘জামায়াতের যারা রেলে চাকরি করেন তাদের সংগঠন এমপ্লয়িজ লীগ।’ তখন এক যুবদল কর্মী বলেন, ‘তাহলে এই যে লীগ। লীগ মানে জামায়াত? তাহলে আ