খায়রুলের হাতে ওয়ালমার্ট, ই-বে আমাজনের ভান্ডার
‘আমাদের দেশে হবে সেই ছেলে কবে/কথায় না বড় হয়ে কাজে বড় হবে?’ সেই কবে লিখেছিলেন কুসুমকুমারী দাশ। কবির এই প্রত্যাশা নিশ্চয় পূরণ করেছে অনেক ‘ছেলে’। তবে রাজশাহীর ছেলে খায়রুল আলমকে দেখলে কবি নিশ্চিতভাবে খুশি হতেন। যাঁর একদিন কম্পিউটার কেনারও টাকা ছিল না, তিনি এখন আন্তর্জাতিক গণমাধ্যম ফোর্বস, দা ইকোনমিস্টের