অস্তিত্ব-সংকটে রাবির কাঠবিড়ালি
আকাশছোঁয়া গগন শিরীষ, জারুল, দেবদারু, পলাশ, আমসহ বৈচিত্র্যময় উদ্ভিদের জন্য পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এই ক্যাম্পাসের যেকোনো গাছের দিকে তাকালে চোখে পড়ত কাঠবিড়ালির ছোটাছুটি। বিশ্ববিদ্যালয়টির বিশাল ক্যাম্পাসের শত শত গাছে ছিল এদের রামরাজত্ব। গাছে গাছে ছোটাছুটি চলত সারাক্ষণ। প্রায় ৩০ হাজার