রাবি প্রতিনিধি
স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন আগামীকাল দুপুর ১২টা থেকে শুরু হবে। ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এবারের প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা থেকে কমিয়ে সার্ভিস চার্জসহ ২২ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হবে। যা আগামী ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন হবে।
প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন। প্রথম ধাপে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে।
এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ‘বি’ (বাণিজ্য) ইউনিট ১২ এপ্রিল, ‘এ’ (মানবিক) ইউনিট ১৯ এপ্রিল এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিট ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় ভর্তি উপকমিটি। এ বিষয়ে জানতে চাইলে সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘ভর্তি পরীক্ষায় কোনো পোষ্য কোটা থাকছে না। উপাচার্যের বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছে ভর্তি উপকমিটি।’
উল্লেখ্য, ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। ৫ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হওয়ার কথা ছিল। উপাচার্যের ওই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা।
ফলে পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক আবেদন আগামীকাল দুপুর ১২টা থেকে শুরু হবে। ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এবারের প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা থেকে কমিয়ে সার্ভিস চার্জসহ ২২ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় স্থগিতকৃত প্রাথমিক আবেদন ২৭ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হবে। যা আগামী ৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। চূড়ান্ত আবেদন তিন ধাপে সম্পন্ন হবে।
প্রথম ধাপে মনোনীত শিক্ষার্থীরা আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি চূড়ান্ত আবেদন করতে পারবেন। প্রথম ধাপে আবেদন পূর্ণ না হওয়া সাপেক্ষে দ্বিতীয় দফায় ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি এবং তৃতীয় দফা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে।
এতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত ‘বি’ (বাণিজ্য) ইউনিট ১২ এপ্রিল, ‘এ’ (মানবিক) ইউনিট ১৯ এপ্রিল এবং ‘সি’ (বিজ্ঞান) ইউনিট ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুরে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে বিশ্ববিদ্যালয় ভর্তি উপকমিটি। এ বিষয়ে জানতে চাইলে সহ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান বলেন, ‘ভর্তি পরীক্ষায় কোনো পোষ্য কোটা থাকছে না। উপাচার্যের বাতিলের সিদ্ধান্তই বহাল রেখেছে ভর্তি উপকমিটি।’
উল্লেখ্য, ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। ৫ জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হওয়ার কথা ছিল। উপাচার্যের ওই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামেন কর্মকর্তা-কর্মচারীরা।
ফলে পোষ্য কোটা নিয়ে সৃষ্ট জটিলতার কারণে ৪ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
২০২৫-২৬ শিক্ষাবর্ষে নটর ডেম কলেজের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ২৯ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে কলেজের নিজস্ব অনলাইন প্ল্যাটফর্মের (ndc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
২ ঘণ্টা আগেসব পর্যায়ের শিক্ষকের প্রধান কাজ শ্রেণিকক্ষে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাঠদান। শিক্ষকেরা গবেষণা এবং শিক্ষা-সংক্রান্ত কাজেই নিয়োজিত থাকবেন। তাঁর চিন্তা-জ্ঞান-ধ্যান-ধারণা শিক্ষার্থীর মান উন্নয়নে ব্যয় হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, শিক্ষকদের পাঠদানবহির্ভূত বহুমুখী কাজে যুক্ত করা হচ্ছে। এসব কাজে শিক্ষকেরা..
১০ ঘণ্টা আগে২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা তার সমকক্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল মঙ্গলবার (২৯ জুলাই) প্রকাশিত হবে। বিদ্যমান একাডেমিক কাঠামোতে, অর্থাৎ বিগত বছরগুলোর মতো চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষাও তিন ইউনিটে অনুষ্ঠিত হবে...
১৩ ঘণ্টা আগেদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে