জরিপ এলেই জমি হারান চরের মানুষেরা
রাফিকুল এখন আশঙ্কা করছেন, যেকোনো সময় ওই চক্রটি লাঠিসোঁটা নিয়ে জমিতে নামবে। তখন তিনি জমির দখল হারাবেন। রাফিকুলের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের আমতলা খাসমহলে। শুধু রাফিকুলের একার নয়, চর আষাড়িয়াদহের দুটি মৌজার অর্ধশত ব্যক্তির জমি অন্যের নামে রেকর্ড হয়েছে।