কৃষককে হুমকি দিয়ে পুকুর কাটছেন যুবদল নেতারা
আমজাদ হোসেন প্রামাণিকের ধানিজমি ১৫ কাঠা। এই জমির ধান থেকেই ভাত জোটে তাঁর পরিবারের। আমজাদের সেই জমিতে নজর পড়েছে নেতাদের। কোনো চুক্তি না করেই ওই জমিতে পুকুর কাটছেন তাঁরা। শুধু আমজাদ একা নন, রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের খোর্দ্দকৌর এলাকার নিমাই বিলে ২৫ জন কৃষকের জমি ইতিমধ্যে খনন করে...