শীতকালীন ফসল উৎসব
মানিকগঞ্জের ঘিওরে শীতকালীন ফসল উৎসব ও কৃষি উন্নয়ন মেলা হয়েছে। উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের সাইংজুরী-রামেশ্বরপট্টি খেলার মাঠে গতকাল শুক্রবার দিনব্যাপী এই মেলা হয়। স্থানীয় অর্ধশত কৃষক তাঁদের উৎপাদিত বিভিন্ন ফসল, ফল, ফুল, ঔষধি গাছ, গবাদিপশু, বিলুপ্তপ্রায় চাল, মধু ইত্যাদি প্রদর্শন করেন।