পানির নিচে আমনের জমি
লঘুচাপের প্রভাবে বরিশালে তলিয়ে গেছে ফসলের খেত। বিশেষ করে সদ্য রোপণ করা আমনখেতের বড় অংশ এখন পানির নিচে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, ১৫-১৬ শতাংশ জমিতে ইতিমধ্যে আমন চাষ করা হয়েছে। সবই এখন পানির নিচে। আবহাওয়া অফিসের আশঙ্কা, লঘুচাপের প্রভাবে এই অঞ্চলে ২ থেকে ৪ ফুট উচ্চতায় পানি বেড়ে যেতে পারে।