ইউনিফর্ম জবের প্রতি দুর্বলতা থেকেই বিসিএস পুলিশ ক্যাডার
‘হাইস্কুলে পড়াকালে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে খেলাধুলা করার সময় দেখতাম, পুলিশের এসপিদের মানুষ অনেক সম্মান করছে। বিভিন্ন জাতীয় প্রোগ্রামেও পুলিশের অফিসাররা ইউনিফর্ম পরে অতিথির আসনে বসতেন, দেখে খুবই ভালো লাগত। এসব দেখেই ইউনিফর্ম জবের প্রতি দুর্বলতা। তারপর বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের বিসিএস পুলিশ ক্যাডার