প্রতিবেদন না আসায় ঝুলছে ৩৮৩ মামলা
ডিএনএ, ভিসেরা, ফরেনসিকসহ মামলার বিভিন্ন আলামত পরীক্ষার প্রতিবেদন পেতে বিলম্ব হওয়ায় গাজীপুরে ঝুলে আছে ৩৮৩টি মামলার কার্যক্রম। সব কটি মামলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা। এতে এসব মামলার বাদী-বিবাদী—সবাই নানামুখী হয়রানি ও ন্যায়বিচার প্রাপ্তিতে দীর্ঘসূত্রতার শিকার হচ্ছেন।