Ajker Patrika

কাউনিয়ায় চিরকুট লিখে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৬: ২৮
কাউনিয়ায় চিরকুট লিখে কলেজছাত্রীর ‘আত্মহত্যা’

রংপুরের কাউনিয়ায় চিরকুট লিখে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। আজ সোমবার উপজেলার হারাগাছ ইউনিয়নের সোনাতন চিলমারী টারি গ্ৰাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

ওই ছাত্রীর নাম সুরমা খাতুন (১৮)। তিনি মীরবাগ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন।

মৃত্যুর আগে লেখা সুইসাইড নোটে ওই শিক্ষার্থী লেখেন, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার জন্য সবাই দোয়া করিও। ক্ষমা করিও সবাই। সবাই দোয়া করিও।’

সুরমার মা দোলেনা বেগম বলেন, ‘গতকাল রোববার রাতে খাওয়া শেষে ঘুমাতে যায় সুরমা। আজ সকালে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতর ঢুকে দেখি সে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে।’ 

দোলেনা বেগম আরও বলেন, ‘গতকাল রোববার রাতে মেয়ে আমাকে বলে, মা, রেজাল্ট ভালো না হলে আমার ওপর রাগ কোরো না।’

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ফরহাদ মণ্ডল বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা লাশ নামিয়ে ফেলে। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত