লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী থেকে নাহিদ হোসেন আরমান (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, পরিবারের দাবি ওই স্কুলছাত্রকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
মৃত নাহিদ সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের বেল্লাল হোসেন শিপনের ছেলে। সে মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্কুলছাত্রের পরিবারের লোকজন জানান, গতকাল রোববার রাতে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় মান্দারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার চায় নাহিদের পরিবার। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে নাহিদের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানায় পাঠায়। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতের বাবা বেলাল হোসেন বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে আমার ভাই বাচ্চু মিয়া নাহিদকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়া বলেন, ‘নাহিদ আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের ফাঁসানোর জন্য বিষয়টিকে হত্যা বলে প্রচার চালানো হচ্ছে। তবে, আমাদের দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছে।’
এ বিষয়ে মান্দারী ইউপির চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ‘গতকাল সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে নাহিদের বাবা তাঁর ভাই বাচ্চু মিয়ার বিরুদ্ধে গ্রাম আদালতে বিচার দেন। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি মীমাংসা করার জন্য আমি জানিয়েছি। রাতে শুনি নাহিদ মারা গেছে। এর চেয়ে বেশি কিছু আমার জানা নাই।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে হত্যা না কি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী থেকে নাহিদ হোসেন আরমান (১৬) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে, পরিবারের দাবি ওই স্কুলছাত্রকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
মৃত নাহিদ সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের বেল্লাল হোসেন শিপনের ছেলে। সে মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।
স্কুলছাত্রের পরিবারের লোকজন জানান, গতকাল রোববার রাতে জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয় মান্দারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে বিচার চায় নাহিদের পরিবার। পরে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এসে নাহিদের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। এ সময় পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে চন্দ্রগঞ্জ থানায় পাঠায়। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃতের বাবা বেলাল হোসেন বলেন, ‘জমি-সংক্রান্ত বিরোধের জেরে আমার ভাই বাচ্চু মিয়া নাহিদকে হত্যা করে মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় আমি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
অভিযোগের বিষয়ে বাচ্চু মিয়া বলেন, ‘নাহিদ আত্মহত্যা করেছে। কিন্তু আমাদের ফাঁসানোর জন্য বিষয়টিকে হত্যা বলে প্রচার চালানো হচ্ছে। তবে, আমাদের দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছে।’
এ বিষয়ে মান্দারী ইউপির চেয়ারম্যান সৌরভ হোসেন রুবেল পাটওয়ারী বলেন, ‘গতকাল সন্ধ্যায় জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে নাহিদের বাবা তাঁর ভাই বাচ্চু মিয়ার বিরুদ্ধে গ্রাম আদালতে বিচার দেন। পরে স্থানীয় ইউপি সদস্যকে বিষয়টি মীমাংসা করার জন্য আমি জানিয়েছি। রাতে শুনি নাহিদ মারা গেছে। এর চেয়ে বেশি কিছু আমার জানা নাই।’
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে হত্যা না কি আত্মহত্যা, তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৭২ জন ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৬৯৩ জন। আজ সোমবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
৪ দিন আগেরাজধানীর মিরপুরে ছিনতাইয়ের ঘটনায় ইমরান খান সাকিব ওরফে শাকিল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা-পুলিশ। ডিএমপি জানায়, শাকিল পেশাদার ছিনতাইকারী। গতকাল শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের দিকে গাজীপুরের পুবাইল থানার কুদাব পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়...
১৮ এপ্রিল ২০২৫রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় ‘আপন কফি হাউসে’ তরুণীকে মারধরের ঘটনায় কফি হাউসের ব্যবস্থাপক (ম্যানেজার) আল আমিন ও কর্মচারী শুভ সূত্রধরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১৫ এপ্রিল ২০২৫ক্যামেরার লেন্সে ধরা পড়ল অমানবিক দৃশ্য— মেয়েটিকে বেশ কিছুক্ষণ ধমকানো হলো। এরপর ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়। সে যেন মানুষ নয়, পথের ধুলো। এর মধ্যেই এক কর্মচারী হঠাৎ মোটা লাঠি নিয়ে আঘাত করে তাঁর ছোট্ট পায়ে। শিশুটি কাতরাতে কাতরাতে পাশের দুটি গাড়ির ফাঁকে আশ্রয় নেয়। কিন্তু নির্যাতন থামে না, সেই লাঠি আব
১৪ এপ্রিল ২০২৫