মোবাইল ফোনে অ্যাপের দিন কি ফুরাল
ডজন ডজন অ্যাপে পরিপূর্ণ স্মার্টফোন। মোবাইল ব্যাংকিং, শপিং, খাবারের অর্ডার, টিকিট কাটা, নোট লেখার মতো দৈনন্দিন জীবনের একেক কাজের জন্য একেক ধরনের অ্যাপ ব্যবহার করি আমরা। এসব অ্যাপের জন্য মোবাইল ফোনের বেশ বড় স্টোরেজ ব্যবহার করতে হয়। কিন্তু এবার মনে হয় সে দিন ফুরাতে চলেছে।