আনিসুল হক ও সালমান এফ রহমানের কাছে মিলল যেসব দেশের মুদ্রা
গ্রেপ্তারকালে আনিসুল হককে তল্লাশি করে ঘিয়া রঙের ব্যাগে রক্ষিত তাঁর উপস্থাপন মতে, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে ১৭ হাজার ৫৯২ মার্কিন ডলার এবং ৭২৬ সিঙ্গাপুরি ডলার ছিল। সালমান এফ রহমানের ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় ১২ হাজার ৬২৪ মার্কিন ডলার, ৬২০ সুইচ ফ্রাঙ্ক, ৮ হাজার ৫০০ ইউএই দিরহাম, ১৩ লাখ