কবর খননেই তৃপ্তি খলিলের
শীত-গ্রীষ্ম-বর্ষা নেই, নেই ঝড়-তুফান কিংবা প্রতিকূল আবহাওয়ার ভয়, যখনই মানুষের মৃত্যুর সংবাদ শুনতে পান তখনই তিনি ছুটে যান। দিন হোক বা রাত, আপন-পরের ভেদাভেদ উপেক্ষা করে নিঃস্বার্থভাবে ছুটে গিয়ে শুরু করেন কবর খননের কাজ। কবর খননের পর সেই কবরে মৃত ব্যক্তিকে নিজ হাতে শুইয়ে দেওয়ার পর বাড়ি ফেরেন। এভাবে দীর্ঘ