মুরাদ হাসানের পদত্যাগ যথেষ্ট নয়: মঈন খান
সদ্য পদত্যাগকারী তথ্য প্রতিমন্ত্রীর আপত্তিকর আচরণের কড়া সমালোচনা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তাঁর মতে, মুরাদ হাসান যে আচরণ করেছেন, তাতে তাঁর পদত্যাগ যথেষ্ট নয়। মুরাদের যথাযথ শাস্তি হওয়া দরকার বলে মনে করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে এক ভিডিওবার্তায় এ প্রতিক্রিয়া জানান তিনি।