ফারাজ-এ মুগ্ধ কাপুর খানদান
ঢাকার হোলি আর্টিজানে হামলার ঘটনা নিয়ে বলিউডের হানসাল মেহতা বানিয়েছেন ‘ফারাজ’। মুক্তি পাচ্ছে আগামী ৩ ফেব্রুয়ারি। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কুনাল কাপুরের ছেলে জাহান কাপুর। ‘ফারাজ’ দিয়েই বলিউডে অভিষেক হচ্ছে জাহানের। পরিবারের ছোট ছেলের প্রথম সিনেমা, তাই পুরো কাপুর খানদান একত্র হয়েছিলেন জা