নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করা হয়।
গ্রেপ্তারকৃতেরা হলো-অপহৃত শিশুর ফুপাতো ভাই বিল্লাল হোসেন (২২) ও তার সহযোগী দুই বন্ধু মো. সাগর (২২), মো. জুয়েল (২২)। এ সময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত সিম ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।
ফরিদ উদ্দিন বলেন, অপহৃত শিশু নুনিয়া ইসলাম (৪) কে দীর্ঘদিন ধরে অপহরণের পরিকল্পনা করে আসছিল তার আপন ফুপাতো ভাই মো. বিল্লাল হোসেন (২২)। আগেও বেশ কয়েকবার অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয় বিল্লাল ও তার বন্ধুরা। কয়েক দিন আগে তারা রাস্তায় একটি বেনামি সিম পায়। সেই সিম পেয়ে তাদের পূর্বপরিকল্পনা বাস্তবায়ন করে। গতকাল সোমবার সন্ধ্যায় বাসা ফাঁকা পেয়ে নুনিয়াকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিল্লাল তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের জন্য শিশু নুনিয়াকে প্রথমে জিঞ্জিরা ফেরিঘাটে নিয়ে যায়। সেখানে বিল্লালের সঙ্গে যোগ দেয় তার সহযোগী দুই বন্ধু সাগর ও জুয়েল। পরবর্তীতে সাগর এসে তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক মুনিয়ার বাবা মো. দেলোয়ার হোসেনকে রাত সাড়ে সাতটার গিকে কুড়িয়ে পাওয়া সিম দিয়ে ফোন করে। দেলোয়ার হোসেনকে তার ভাগনে বিল্লাল জানায়, মেয়েকে জীবিত ফিরে পেতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে।
র্যাব-১০ অধিনায়ক আরও বলেন, একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় পরিবারটির এত টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তারা থানায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-১০। পরবর্তীতে রাতভর অভিযান শেষে মঙ্গলবার চকবাজার থানার সোয়ারীঘাট এলাকা থেকে অপহরণে জড়িত তিনজনসহ ভুক্তভোগী শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ভিকটিমের বাবা অপহরণকারীদের দাবিকৃত টাকা সংগ্রহ করতে না পেরে নিরুপায় হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
ফরিদ উদ্দিন আরও জানান, গ্রেপ্তার আসামিরা একই এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী দেলোয়ারের বোনের ছেলে। দীর্ঘদিন ধরে তারা বেকার। এক সঙ্গে অধিক টাকা পাওয়ার জন্যই এই অপহরণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
রাজধানীর পুরান ঢাকার সোয়ারীঘাট এলাকায় অভিযান চালিয়ে তিন অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃত চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। গতকাল সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে চকলেট কিনে দেওয়ার লোভ দেখিয়ে শিশুটিকে অপহরণ করা হয়।
গ্রেপ্তারকৃতেরা হলো-অপহৃত শিশুর ফুপাতো ভাই বিল্লাল হোসেন (২২) ও তার সহযোগী দুই বন্ধু মো. সাগর (২২), মো. জুয়েল (২২)। এ সময় তাদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত সিম ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন।
ফরিদ উদ্দিন বলেন, অপহৃত শিশু নুনিয়া ইসলাম (৪) কে দীর্ঘদিন ধরে অপহরণের পরিকল্পনা করে আসছিল তার আপন ফুপাতো ভাই মো. বিল্লাল হোসেন (২২)। আগেও বেশ কয়েকবার অপহরণের চেষ্টা করে ব্যর্থ হয় বিল্লাল ও তার বন্ধুরা। কয়েক দিন আগে তারা রাস্তায় একটি বেনামি সিম পায়। সেই সিম পেয়ে তাদের পূর্বপরিকল্পনা বাস্তবায়ন করে। গতকাল সোমবার সন্ধ্যায় বাসা ফাঁকা পেয়ে নুনিয়াকে চকলেট কিনে দেওয়ার কথা বলে বাসা থেকে বের করে নিয়ে যায়। কিছুক্ষণ পর বিল্লাল তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ করে দেয়। পূর্বপরিকল্পিতভাবে মুক্তিপণ আদায়ের জন্য শিশু নুনিয়াকে প্রথমে জিঞ্জিরা ফেরিঘাটে নিয়ে যায়। সেখানে বিল্লালের সঙ্গে যোগ দেয় তার সহযোগী দুই বন্ধু সাগর ও জুয়েল। পরবর্তীতে সাগর এসে তাদের পূর্বপরিকল্পনা মোতাবেক মুনিয়ার বাবা মো. দেলোয়ার হোসেনকে রাত সাড়ে সাতটার গিকে কুড়িয়ে পাওয়া সিম দিয়ে ফোন করে। দেলোয়ার হোসেনকে তার ভাগনে বিল্লাল জানায়, মেয়েকে জীবিত ফিরে পেতে হলে পাঁচ লাখ টাকা দিতে হবে।
র্যাব-১০ অধিনায়ক আরও বলেন, একমাত্র মেয়েকে হারিয়ে পাগল প্রায় পরিবারটির এত টাকা দেওয়ার সামর্থ্য না থাকায় তারা থানায় অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ছায়া তদন্ত শুরু করে র্যাব-১০। পরবর্তীতে রাতভর অভিযান শেষে মঙ্গলবার চকবাজার থানার সোয়ারীঘাট এলাকা থেকে অপহরণে জড়িত তিনজনসহ ভুক্তভোগী শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ভিকটিমের বাবা অপহরণকারীদের দাবিকৃত টাকা সংগ্রহ করতে না পেরে নিরুপায় হয়ে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাব অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের লক্ষে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
ফরিদ উদ্দিন আরও জানান, গ্রেপ্তার আসামিরা একই এলাকার বাসিন্দা ও ভুক্তভোগী দেলোয়ারের বোনের ছেলে। দীর্ঘদিন ধরে তারা বেকার। এক সঙ্গে অধিক টাকা পাওয়ার জন্যই এই অপহরণ করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে।
সাতক্ষীরার ওয়ারী গ্রামে ব্যবসায়ী স্বামীকে শ্বাসরোধে হত্যার পর বুকের ওপর ‘সরি জান, আই লাভ ইউ’ লিখে স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়ার পালপাড়ায় একটি ভাড়া বাড়ি থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে।
৪ দিন আগেরাজধানীর উত্তরায় প্রকাশ্যে এক দম্পতিকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার আরও ৩ ‘কিশোর গ্যাং’ সদস্যকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্ডে নেওয়ার এ আদেশ দেন।
১৩ দিন আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নির্যাতনের শিকার কল্পনা (১৩) সাড়ে তিন মাস চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট থেকে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়।
০৬ ফেব্রুয়ারি ২০২৫গণহত্যার সংজ্ঞা ও বিচার নিয়ে বিশ্বব্যাপী স্বীকৃত সনদ হলো Genocide Convention বা গণহত্যা সনদ, যা ১৯৪৮ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত হয়। এই সনদের আওতায় একটি জাতি, নৃগোষ্ঠী, বর্ণ বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার লক্ষ্যে সংঘটিত অপরাধকেই গণহত্যা বলা হয়। এর মধ্যে হত্যা, শারীরিক বা মানসিক ক্ষতি,
০২ ফেব্রুয়ারি ২০২৫