ফ্লোরিডার জনগণকে পর্যাপ্ত সহায়তা দেবে সরকার: বাইডেন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরে ১২ তলা বিশিষ্ট একটি আবাসিক ভবন ধসে অন্তত একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন ৯৯ জন। ভবনটিতে ১০২ জন মানুষ ছিল। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েল লেভিন কাভার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।