Ajker Patrika

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম ১০৩৪ শতাংশ বাড়ল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২৩, ১৩: ৪৮
Thumbnail image

নিজের ভবিষ্যৎ গতকাল ঠিক করেছেন লিওনেল মেসি, ইন্টার মিয়ামিতে খেলতে যাওয়ার ঘোষণা দিয়ে। আর্জেন্টাইন তারকার ঘোষণার মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস)।

মেসির অভিষেক ম্যাচের টিকিটের দাম এক লাফে ১০৩৪ শতাংশ বেড়ে গেছে। তাঁর মতো কিংবদন্তিদের ক্ষেত্রে অবশ্য এটা স্বাভাবিকই। আনুষ্ঠানিক চুক্তির পর এমএলএসে আরও অনেক কিছুই ঘটবে। টিকিটের দাম বাড়ার বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন টিকপিকের কাইল জর্ন।

টিকপিক হচ্ছে নিউইয়র্কের টিকিট নিয়ন্ত্রণকারী অনলাইন প্ল্যাটফর্ম। তারই ব্র্যান্ড ম্যানেজার জর্ন বলেছেন, ‘মেসির ঘোষণার পর থেকেই ইন্টার মিয়ামির ম্যাচের টিকিটের দাম বাড়ছে। তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার মেসি মিয়ামির হয়ে যতবার খেলবেন, ততবার টিকিট বিক্রির নতুন রেকর্ড হবে।’

আশা করা হচ্ছে, আগামী ১ জুলাই আনুষ্ঠানিকভাবে ইন্টার মিয়ামির খেলোয়াড় হবেন মেসি। কেননা, ৩০ জুন পর্যন্ত পিএসজির সঙ্গে এখনো সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীর চুক্তি রয়েছে। আর সবকিছু ঠিক থাকলে ২১ জুলাই মায়ামির হয়ে অভিষেক হবে বিশ্বকাপজয়ী অধিনায়কের।

সেই ম্যাচের টিকিটের দাম মঙ্গলবার পর্যন্ত ছিল বাংলাদেশি মুদ্রায় ৩১৩৩ টাকা। বর্তমানে সেই টিকিটের দাম এখন ৩৫,৫৪৪ টাকা। সেদিন ঘরের মাঠ ড্রাইভ পিংক স্টেডিয়ামে ক্রুজ আজুলের বিপক্ষে খেলবে মিয়ামি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত