মিরপুরে রফিকের তাণ্ডবে বিধ্বস্ত নান্নুরা
আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন ১৬ বছর আগে। মাঝেমধ্যে বিভিন্ন প্রীতি ম্যাচে খেলতে দেখা যায় মোহাম্মদ রফিককে। আজ খেলেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচে। খেলাটা রফিক ছাড়লেও খেলা যেন তাঁকে ছাড়েনি! বোলিংয়ে ঘূর্ণি জাদু এখনো আগের মতোই, ব্যাট হাতেও চালিয়েছেন সেই তাণ্ডব।