‘যেই দাগে জমি দিছি ওইখানে যা, এখানে আবার আসলে জ্যান্ত পুঁতে ফেলব’
কান্নাজড়িত কণ্ঠে খোকন বলেন, ‘এই জমির শোকে আমার বাপ মরছে। আমিও শেষ অইয়া গেছি। অহন ঘরবাড়িডা ছাড়া কিচ্ছু নাই আমার। ছেলেডাবেন মাইনষের কামকাজ কইরা চলতে পারব। কিন্তু ঘরে দুইডা মাইয়া বড় অইতাছে। আমি মইরা গেলে এরার কী অইব? এরারে কেলা দেখব? আমার জমিডা ফিরত লইয়া দেইন বাবা। জমিডা বেইচ্চা আমি চিকিৎসা করবাম, আর ম