উন্নয়নের পেটে যাচ্ছে পুকুর
নরসিংদীর শিল্পাঞ্চল মাধবদীতে একের পর এক ভরাট হচ্ছে পুকুর। নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে পুকুর ভরাট করে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, কারখানা, মার্কেটসহ অন্যান্য স্থাপনা। এতে নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। অবাধে পুকুর ভরাট বন্ধ না হলে খুব দ্রুতই মাধবদী শহর ও আশপাশের এলাকা পুকুরশূন্য হয়ে পড়বে বলে মনে করছ