Ajker Patrika

ব্যানারে নাম না থাকায় পৌর মেয়রের নেতৃত্বে হামলা, আহত ৮

প্রতিনিধি
আপডেট : ১৭ জুন ২০২১, ১১: ০১
ব্যানারে নাম না থাকায় পৌর মেয়রের নেতৃত্বে হামলা, আহত ৮

নরসিংদী: নরসিংদীর মাধবদীতে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর মেয়রের নেতৃত্বে আওয়ামী লীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের দুজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন। বুধবার (১৬ জুন) রাত ৮টায় মাধবদী পৌরসভার মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত মাধবদী পৌরসভার সাবেক কমিশনার ও সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া (৩৯) ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবুল কালামকে (৩০) নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন ও দলীয় নেতা–কর্মীরা জানান, ২৩ জুন দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে বুধবার বিকেলে মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছিল। শহরের রমণী কমিউনিটি সেন্টারের ওই সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামীলীগের এক পক্ষের হামলায় অপর পক্ষের ৮ জন আহত। সভা চলাকালে মাধবদী শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোশারাফ হোসেন মানিক ও তাঁর সহযোগীরা সেখানে যান। এ সময় ব্যানারে তাঁর নাম না থাকায় সভা না করতে নিষেধ ও গালিগালাজ করে চলে যান। সভা শেষে মাধবদী পৌরসভার সাবেক কমিশনার জাকারিয়াসহ ১০ থেকে ১৫ জন নেতা–কর্মী পৌরসভার মোড় হয়ে ফিরছিলেন। এসময় পৌর মেয়র মানিকের নেতৃত্বে তাঁদের ওপর গুলি করা হয়। চালানো হয় অতর্কিত হামলা। এতে দুই জন গুলিবিদ্ধসহ আটজন নেতা–কর্মী আহত হয়েছেন।

মাধবদী পৌর মেয়র মোশারফ হোসেন মানিক অভিযোগ অস্বীকার করে বলেন, `তাঁরা পূর্বপরিকল্পিতভাবে মিছিল নিয়ে এসে আমার ও আমার লোকজনের ওপর হামলা করেছে। এতে বাধা দিলে আমার কয়েকজন কর্মী আহত হয়েছেন।' তবে আহতদের নাম বা তাঁরা কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানাতে পারেননি তিনি। গুলি করার অভিযোগও মিথ্যা বলে দাবি করেন তিনি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের পর আহতের সঠিক সংখ্যা বলা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত