লালমোহনে নিজের বাল্যবিয়ে ঠেকাতে থানায় মাদ্রাসা ছাত্রী
ভোলার লালমোহনে নিজের বাল্যবিয়ে ঠেকাতে বুধবার সকালে লালমোহন থানায় এসে বাবা মার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে হাফসা আক্তার (১৬) নামের এক মাদ্রাসা ছাত্রী। থানায় এসে হাফসা অভিযোগ করেন তাকে না জানিয়েই বাবা মা তার বিয়ের আয়োজন করেন। বিয়েতে রাজি না থাকায় তাকে নানানভাবে চাপ প্রয়োগ করারও অভিযোগ করে ওই ছাত্রী।