ছাত্রীকে উত্ত্যক্ত, জরিমানা
কালিহাতীতে এক ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে এক মাদ্রাসা পরিচালককে দেড় লাখ টাকা জরিমানাসহ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবার দুপুরে এলেঙ্গা পৌরসভার মেয়র নূর-এ-আলম সিদ্দিকী, কাউন্সিলর মো. ছবদের আলী ও স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে চিনামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সালিসে এ সিদ্ধান্ত হয়।