রূপগঞ্জে ৫ ‘শীর্ষ সন্ত্রাসী’ অস্ত্র-গুলি, মাদকসহ গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়, রূপগঞ্জের মুড়াপাড়া এলাকায় গতকাল রাত সাড়ে ৩টা থেকে আজ সকাল সোয়া ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে পাঁচ শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পিস্তলের দুটি ম্যাগাজিন, ১০টি গুলি, বিস্ফোরক, বিপুল পরিমাণ দেশি অস্ত্র, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজা জব্দ করা হয়।