নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতবার মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। এ সময় ৫৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি এবং মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।
আজ বুধবার সকালে এসব তথ্য জানান সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা।
আটকেরা হলেন— সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬), শেখ গোলাম জিলানি (৬৮), মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)।
আটকদের মধ্যে শেখ গোলাম জেলানি মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।
সেনা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোয়েন্দা কার্যক্রম চালানোর সময় এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলা চালায় সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার দল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ওই গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধার করে এবং সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় হামলার সম্পৃক্ততার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে রাত ৮টায় পুনরায় জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আরও ৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, ‘সন্ত্রাসী বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পে থাকার খবর পেয়ে তাঁকে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমাদের একজন গোয়েন্দা কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়। পরে দুই দফায় অভিযানে মাদক ও অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়। তবে বুনিয়া সোহেলকে আটক করা যায়নি।’
মাদকের সঙ্গে জড়িত চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং হামলার সঙ্গে জড়িত ৭ জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলার ঘটনা ঘটেছে। গতবার মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে। এ সময় ৫৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি এবং মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়।
আজ বুধবার সকালে এসব তথ্য জানান সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা।
আটকেরা হলেন— সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬), শেখ গোলাম জিলানি (৬৮), মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)।
আটকদের মধ্যে শেখ গোলাম জেলানি মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন বলে জানা গেছে।
সেনা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে গোয়েন্দা কার্যক্রম চালানোর সময় এক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলা চালায় সন্ত্রাসী বুনিয়া সোহেল ও তার দল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ওই গোয়েন্দা কর্মকর্তাকে উদ্ধার করে এবং সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। এ সময় হামলার সম্পৃক্ততার অভিযোগে ৬ জনকে আটক করা হয়। পরে রাত ৮টায় পুনরায় জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ আরও ৪ জনকে আটক করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা জানান, ‘সন্ত্রাসী বুনিয়া সোহেল জেনেভা ক্যাম্পে থাকার খবর পেয়ে তাঁকে আটক করতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আমাদের একজন গোয়েন্দা কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের হামলায় আহত হয়। পরে দুই দফায় অভিযানে মাদক ও অস্ত্রসহ ১১ জনকে আটক করা হয়। তবে বুনিয়া সোহেলকে আটক করা যায়নি।’
মাদকের সঙ্গে জড়িত চারজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে এবং হামলার সঙ্গে জড়িত ৭ জনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
পটুয়াখালীর বাউফলে এখন মাঠজুড়ে কৃষকের আমন ধান রোপণের ব্যস্ততা চলছে। বর্ষার পানি নেমে আসায় উপজেলার কৃষকরা জমিতে আমন রোপণের কাজে লেগে পড়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষক-শ্রমিকেরা হাটু পানিতে দাঁড়িয়ে চারা রোপণ করছেন।
২১ মিনিট আগেকর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে নদীর দুই পাশে যাত্রী সাধারণ দুর্ভোগে পড়েছেন। গতকাল দিবাগত রাত ৩ টা থেকে রাঙামাটির কাপ্তাই লেক থেকে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে নদীতে পানি ছাড়া হচ্ছে।
২৪ মিনিট আগেখাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত দুই সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ ও নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে। আজ বুধবার সকাল থেকে জেলায় দূরপালার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া এলাকায় মন্ডল গ্রুপ ও সর্দার গ্রুপের সংঘর্ষ হয়। এতে সর্দার গ্রুপের দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
২ ঘণ্টা আগে