নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভয়ংকর মাদক কেটামিন দিয়ে তোয়ালে ভেজানোর পর শুকিয়ে কুরিয়ার সার্ভিসে ইতালিতে পাঠানোর চেষ্টা করেছিল একটি চক্র। তবে আন্তর্জাতিক ওই কুরিয়ার সার্ভিসের গাজীপুরের টঙ্গীর অফিস থেকে ৬ দশমিক ৪৪ কেজি কেটামিনের পার্সেলটি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই সদস্যকে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানায়, তাদের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল একটি চক্র কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিদেশে মাদক পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার টঙ্গীর ফেডেক্স অফিসে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ইতালিগামী একটি পার্সেল জব্দ করা হয়। অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হলে পার্সেলটি পরীক্ষা করে কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া যায়।
রাসায়নিক পরীক্ষায় দেখা যায়, প্রতিটি তোয়ালে বিশেষ কায়দায় কেটামিন দিয়ে ভিজিয়ে পরে শুকানো হয়েছিল। তোয়ালেগুলোতে মোট ৬ দশমিক ৪৪ কেজি ক শ্রেণির মাদকদ্রব্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রেরককে শনাক্ত করা হয়।
ঢাকার গোয়েন্দা ইউনিট চাঁদপুরের মতলব উত্তর থেকে প্রেরক মো. মাসুদুর রহমান জিলানীকে (২৮) গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের সালথা থানার আটঘর বাজার এলাকা থেকে আন্তর্জাতিক এই চক্রের অন্যতম হোতা মো. আরিফুর রহমান খোকাকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনিও কুরিয়ারের মাধ্যমে কেটামিন পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কেটামিন একসময় অস্ত্রোপচারে অচেতন করার জন্য ওষুধ হিসেবে ব্যবহার হলেও বর্তমানে পার্টি ড্রাগ হিসেবে এর অপব্যবহার হচ্ছে। এটি স্বল্পমেয়াদে হ্যালুসিনেশন ও বিভ্রান্তি তৈরি করে। দীর্ঘ মেয়াদে কিডনি, মূত্রথলি, মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং আসক্তিতে ঠেলে দেয়। আন্তর্জাতিক চক্রগুলো কোকেন ও হেরোইন পাচারেও এই কৌশল ব্যবহার করে।
অধিদপ্তর জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তদন্তে জড়িত হিসেবে আরও যাদের নাম পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
ভয়ংকর মাদক কেটামিন দিয়ে তোয়ালে ভেজানোর পর শুকিয়ে কুরিয়ার সার্ভিসে ইতালিতে পাঠানোর চেষ্টা করেছিল একটি চক্র। তবে আন্তর্জাতিক ওই কুরিয়ার সার্ভিসের গাজীপুরের টঙ্গীর অফিস থেকে ৬ দশমিক ৪৪ কেজি কেটামিনের পার্সেলটি জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গ্রেপ্তার করা হয়েছে চক্রের দুই সদস্যকে।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
অধিদপ্তর জানায়, তাদের গোয়েন্দাদের কাছে তথ্য ছিল একটি চক্র কুরিয়ার সার্ভিস ব্যবহার করে বিদেশে মাদক পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার টঙ্গীর ফেডেক্স অফিসে অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ বদরুদ্দীনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে ইতালিগামী একটি পার্সেল জব্দ করা হয়। অস্বাভাবিক ওজন দেখে সন্দেহ হলে পার্সেলটি পরীক্ষা করে কার্টনের ভেতর সাতটি সাদা তোয়ালে পাওয়া যায়।
রাসায়নিক পরীক্ষায় দেখা যায়, প্রতিটি তোয়ালে বিশেষ কায়দায় কেটামিন দিয়ে ভিজিয়ে পরে শুকানো হয়েছিল। তোয়ালেগুলোতে মোট ৬ দশমিক ৪৪ কেজি ক শ্রেণির মাদকদ্রব্য পাওয়া যায়। পরে গোয়েন্দা তথ্য ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রেরককে শনাক্ত করা হয়।
ঢাকার গোয়েন্দা ইউনিট চাঁদপুরের মতলব উত্তর থেকে প্রেরক মো. মাসুদুর রহমান জিলানীকে (২৮) গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুরের সালথা থানার আটঘর বাজার এলাকা থেকে আন্তর্জাতিক এই চক্রের অন্যতম হোতা মো. আরিফুর রহমান খোকাকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনিও কুরিয়ারের মাধ্যমে কেটামিন পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কেটামিন একসময় অস্ত্রোপচারে অচেতন করার জন্য ওষুধ হিসেবে ব্যবহার হলেও বর্তমানে পার্টি ড্রাগ হিসেবে এর অপব্যবহার হচ্ছে। এটি স্বল্পমেয়াদে হ্যালুসিনেশন ও বিভ্রান্তি তৈরি করে। দীর্ঘ মেয়াদে কিডনি, মূত্রথলি, মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং আসক্তিতে ঠেলে দেয়। আন্তর্জাতিক চক্রগুলো কোকেন ও হেরোইন পাচারেও এই কৌশল ব্যবহার করে।
অধিদপ্তর জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তদন্তে জড়িত হিসেবে আরও যাদের নাম পাওয়া যাবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।
নওগাঁর রাণীনগরে অভ্যন্তরীণ ধান-চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ে অর্জিত হয়নি। কৃষকেরা ধান না দেওয়ায় এবং মিলাররা চাল না দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এই অবস্থায় মিলারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করে প্রতিবেদন দাখিল করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা।
১ ঘণ্টা আগেযশোর জেলায় এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত গত পাঁচ মাসে ৩৬ জন খুন হয়েছেন। বিভিন্ন থানায় ধর্ষণের মামলা করা হয়েছে ২২টি। সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করছেন সমাজবিজ্ঞানীরা। রাজনৈতিক পটপরিবর্তনের পর অপরাধপ্রবণতা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
৪ ঘণ্টা আগেসিলেট জেলায় অবৈধভাবে পাহাড় ও টিলা কাটা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ার পর ভোট গণনার কাজ চলছে। আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
৮ ঘণ্টা আগে