৭ বছর ধরে শিকলবন্দী জামাল
নিজের রক্তের সম্পর্কের মানুষগুলোর এমন পশুসুলভ আচরণে নিষ্ঠুরতা কেও হার মানিয়েছে। মানবিকতা যেন আজ শিকলে বন্দী। সস্তা টিনের বেষ্টনে জেলখানা সদৃশ একটি ঘরে বর্তমানে তাঁর বসবাস। তাঁর পরিবারের এমন কর্মকাণ্ডে এলাকার সমাজ ব্যবস্থা, সচেতন মহল, জনপ্রতিনিধিরা কেউ এর দায় এড়াতে পারে না।