Ajker Patrika

মাটিরাঙ্গায় প্রতীক পেয়ে প্রচারে প্রার্থীরা

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৩: ২৮
Thumbnail image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকেই ৭ ইউনিয়নে আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন প্রার্থীরা। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তাঁরা।

গত বুধবার প্রতীক বরাদ্দ দেওয়ার পর থেকেই চেয়ারম্যান পদে ১৭ জন, সংরক্ষিত আসনে ৫৫ জন ও সাধারণ আসনে ২০৩ জন নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন।

বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় প্রতিটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দলের নেতারা। তাই দলীয় বিরোধের কারণে দলের একটি অংশ মাঠে নামা নিয়ে দ্বিধান্বিত। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা নৌকার প্রার্থীর প্রচারণায় অংশ নিচ্ছেন।

আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে তাইন্দং ইউপিতে মো. পেয়ার আহম্মদ মজুমদার, তবলছড়িতে নুর মোহাম্মদ, বড়নালে মো. ইউনুস মিয়া, আমতলিতে মো. আবদুল গণি, গোমতিতে মো. তফাজ্জল হোসেন, বেলছড়িতে মো. রহমত উল্লাহ, মাটিরাঙ্গায় হেমেন্দ্র ত্রিপুরা নির্বাচন করছেন।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাইন্দং ইউপিতে মো. হ‌ুমায়ূন কবির, তবলছড়িতে মো. আবুল কাশেম ভূঁইয়া, বড়নালে মো. ইলিয়াস, আমতলীতে মো. জমির আলী, গোমতিতে মো. ফারুক হোসেন, বেলছড়িতে মো. মামুন এবং মাটিরাঙ্গায় ত্রিপনজয় ত্রিপুরা।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন, সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হওয়ার লক্ষ্যে নানাভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রার্থীরা নির্বাচনে আচরণবিধি মেনে যাতে প্রচারণা চালান সে বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত